পঞ্চগড়ে টানা শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে চলছে এই শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমালয় পর্বতের হিমেল হাওয়ায় মানুষ জবুথবু হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দূরপাল্লার যানবাহন প্রায় ৪ থেকে ৫ ঘন্টা দেরিতে গন্তব্যে পৌঁছাচ্ছে।
সড়ক-মহাসড়কের যানবাহন সাবধানতা অবলম্বন করে গাড়িতে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে গাড়ি চালাতে দেখা গেছে। এদিকে অত্যাধিক শীতের তীব্রতায় রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় ঘর থেকে বের হতে পারছে না অনেকেই। অন্যদিকে দেখা গেছে শীত নিবারণে বিভিন্ন সংগঠন শীতবস্ত্র বিতরণ করছে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে।
আজ (১৩ ডিসেম্বর) রবিবার পঞ্চগড় বর্ডার গার্ড হেডকোয়ার্টার থেকে হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন এলাকায় গিয়ে শীতবস্ত্র বিতরণ করছেন পঞ্চগড় বর্ডার গার্ড কর্তৃপক্ষ।
আজ (১৩ ডিসেম্বর) সবচাইতে বেশি ঘন কুয়াশা ও হিমেল হাওয়া বইতে দেখা গেছে পঞ্চগড়ে। এই তীব্র শীতে শিশুদের সর্দি, কাশি, জ্বরসহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বলে জানান পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন পঞ্চগড় জেলাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় এই শৈত্যপ্রবাহ আরও কিছুদিন থাকতে পারে।
টি এম/ এস এ/এডিবি