ন্যাভিগেশন মেনু

পঞ্চগড়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন


সারাদেশে নিরাপদ সাংবাদিকতা নিশ্চিত করা ও নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান আপেলের উপর মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর)দুপুরে পঞ্চগড় শেরে বাংলা পার্ক সংলগ্ন তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে পঞ্চগড় অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই মানববন্ধনের আয়োজন করে। 

মানবন্ধনে বক্তব্য রাখেন, পঞ্চগড় অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাটিভির প্রতিনিধি ডিজার হোসেন বাদশা, জেলা টিভি সাংবাদিক ফোরামের সভাপতি ও একাত্তর টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, পঞ্চগড় অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় প্রেস ক্লাবের সদস্য আশাদুজ্জামান আপেল, চ্যানেল এস এর প্রতিনিধি আব্দুর রউফ, পঞ্চগড় সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান সাগরেদ, জেলা প্রেস ক্লাবের সদস্য বাবুল হোসাইনসহ বিভিন্ন সংবাদকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের উপর দিন দিন বিভিন্নভাবে নির্যাতন ও নিপীড়নের ঘটনা বেড়েই চলেছে। গত কয়েক বছর ধরে লক্ষ করা যাচ্ছে, সারাদেশে তুচ্ছ ঘটনায় বিভিন্ন ভাবে টেলিভিশন, পত্রিকা ও অনলাইন পত্রিকার সাংবাদিকেরা হয়রানিসহ নির্যাতনের শিকার হচ্ছেন। সম্প্রতি কক্সবাজার, ঢাকাসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সাংবাদিক হত্যা, নির্যাতন নিপীড়নসহ বিভিন্ন ভাবে হয়রানির ঘটনা প্রতি নিয়ত ঘটেই চলেছে।

এ সময় মানববন্ধনে নেসকোর বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের কথা উল্লেখ করে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামানের মামলা প্রত্যাহারের দাবী জানান।

এস এ/এডিবি