ন্যাভিগেশন মেনু

পঞ্চগড়ে সাপ ধরতে গিয়ে সাপুড়ের মৃত্যু


পঞ্চগড়ের বোদা উপজেলায় গোলাঘরে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে শামীম ওরফে কাল্টু (৪০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

রবিবার (৩০আগস্ট) দুপুরে উপজেলার পানিডুবি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শামীম ওরফে কাল্টু পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের খাকুড়ুপাড়া এলাকার রহিম উদ্দীনের ছেলে।

কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাহার আলী জানান, কাল্টু পেশায় একজন সাপুড়ে। রবিবার দুপুরে পানিডুবি এলাকায় সাপ ধরতে যান কাল্টু। এ সময় গোলাঘরের একটি গর্তে থাকা সাপটি ধরার চেষ্টা করলে সাপটি তাকে কামড় দেয়।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়েছি পানিডুবি এলাকায় শামীম ওরফে কাল্টু নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

এডিবি/