ন্যাভিগেশন মেনু

পঞ্চগড়ে ২৬ টাকা কেজি দরে সরাসরি ধান কেনা শুরু


পঞ্চগড় সদর উপজেলায় সরকার নির্ধারিত ২৬ টাকা কেজি দরে ধান কেনা শুরু করেছে খাদ্য বিভাগ।

রবিবার (৭ জুন) পঞ্চগড় ধাক্কামারা খাদ্য গুদাম চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম মিয়া ও পঞ্চগড় সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমানসহ কয়েকজন কৃষক।

এর আগে পঞ্চগড় সদর উপজেলায় মোট ৫ হাজার ৮৪৭ কৃষকের নামের তালিকা থেকে লটারির মাধ্যমে ধান ক্রয়ের জন্য ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার উৎপাদন হারের উপর ভিত্তি করে ৩০৮ জন কৃষককে নির্বাচন করা হয়। ২৬ টাকা কেজি দরে প্রতি কৃষকের কাছে ১ মেট্রিক টন করে মোট ৩০৮ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

সিবি/ এডিবি