ন্যাভিগেশন মেনু

পঞ্চগড় জেলা প্রশাসকসহ ১৪ জনের করোনা সনাক্ত


পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনসহ ১৪ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড় সিভিল সার্জন ডা. মাে. ফজলুর রহমান জেলা প্রশাসকসহ নতুন করে আরও ১৪ জনের করােনা সনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

নতুন সনাক্তদের মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় ৫ জন, বোদায় ২ জন, আটোয়ারীর ৩ জন এবং দেবীগঞ্জে ৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯৭ জনের।

গত ২৫ ও ২৭ জুলাই তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ২৮ জুলাই তাদের করোনা পজেটিভ এসেছে। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন।

এ পর্যন্ত জেলায় ২৯৭ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ২৬ জন, সদরে ১১৬ জন, আটোয়ারীতে ৩৬ জন, বোদায় ৫০ জন এবং দেবীগঞ্জে ৬৯ জন।

এরই মধ্যে ১৬৫ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

এডিবি/