ন্যাভিগেশন মেনু

পঞ্চম চীন আন্তর্জাতিক আমদানি মেলার সব প্রস্তুতি সম্পন্ন


পঞ্চম চীন আন্তর্জাতিক আমদানি মেলা আগামী ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত শাংহাইয়ে অনুষ্ঠিত হবে। বর্তমানে এর সব প্রস্তুতিকাজ সম্পন্ন হয়েছে।

গত ৫ বছরে আমদানি মেলা আন্তর্জাতিক ক্রয়-বিক্রয়, বিনিয়োগ বেগবান, সাংস্কৃতিক আদান-প্রদান এবং উন্মুক্তকরণ ও সহযোগিতাসহ চারটি ভূমিকা পালন করেছে, যা নতুন উন্নয়নের কাঠামোর জানালা, উচ্চ মানের উন্মুক্তকরণের বাহক এবং বহুপক্ষীয় মঞ্চে পরিণত হয়েছে।

কয়েক দিন আগে পঞ্চম আন্তর্জাতিক আমদানি মেলার পণ্যের প্রথম চালান প্যাভিলিয়নে এসেছে। অনলাইন প্রদর্শনী পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।

জানা গেছে, এবারের মেলায় বিশ্বের প্রথম সারির সৃজনশীল নতুন পণ্য হাজির হবে এবং চীনের বাজারে এসব বিক্রি হবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সু ইয়ু থিং ২৭ অক্টোবর বলেছেন, পঞ্চম আমদানি মেলা সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের পর অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক মেলা। বর্তমানে শিল্পপ্রতিষ্ঠানের প্রদর্শনী, হোং ছিয়াও ফোরাম ও সাংস্কৃতিক আদান-প্রদানসহ এর নানা প্রস্তুতিকাজ সম্পন্ন হয়েছে। বিশ্বের প্রথম আমদানি-কেন্দ্রিক জাতীয় প্রদর্শনী হিসেবে এ মেলা চীনের অর্থনীতির গুণগত মানসম্পন্ন উন্নয়ন, আন্তর্জাতিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ গণপণ্য প্রদান এবং বিশ্বের অর্থনীতির পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা পালন করেছে, যা দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সূত্র: সিএমজি