ন্যাভিগেশন মেনু

পণ্য রপ্তানির জন্য কার্গো বিমান ক্রয়ের নির্দেশনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দেশে পণ্য রপ্তানির জন্য দুটি কার্গো বিমান কেনার  আগ্রহ প্রকাশ করেছেন ।মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এসময় পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, সবজি চাষে আমাদের অসাধারণ সাফল্য অর্জন এবং তা বিভিন্ন দেশে রপ্তানির কাজ চলছে। এখনই সঠিক সময় কার্গো প্লেন কেনার । দুটি কার্গো প্লেন কেনা দরকার।

পরিকল্পনামন্ত্রী বলেন, সভায় ১৬০ কোটি টাকা ব্যয়ে ‘কৃষি বিপণন অধিদপ্তর উন্নতকরণ’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদনের সময় কার্গো প্লেন কেনার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সবজি রপ্তানি করা হচ্ছে। এই কাজে কার্গো বিমান ভাড়া করতে অনেক অর্থ ব্যয় হয়। তাই, দুটি হিমায়িত কার্গো প্লেন কেনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী এখনই কেনার নির্দেশ দেননি শুধু তাঁর আগ্রহের কথা জানিয়েছেন।

ওয়াই এ/এমআইআর