ন্যাভিগেশন মেনু

পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমাগমে নিষেধাজ্ঞা


করোনা সংক্রমণ এড়াতে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান এ আদেশ জারি করেন।

এ বিষয়ে চট্রগ্রাম নগরীর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক বলেছেন, ‘প্রতিদিন পতেঙ্গা সমুদ্র সৈকতে বড় ধরনের জমায়েত হয়। বিশেষ করে ছুটির দিনগুলোতে লাখো মানুষের সমাগম ঘটে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসাধারণের সমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।'

তিনি আরও বলেন, ‘সৈকতে সার্বক্ষণিকভাবে পুলিশ মোতায়েন থাকবে। দর্শনার্থীদের আপাতত সৈকত এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। একজন, দুজন করেও ঢুকতে পারবে না। একজন-দুজনকে দিলে দেখা যাবে, আস্তে আস্তে বড় জমায়েত হয়ে যায়।’

এমআইআর/এডিবি