ন্যাভিগেশন মেনু

পত্রিকার প্রচার ও গুণগত মান্নোয়নে ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রয়োজন


বাংলাদেশ পোস্ট পত্রিকায় অর্থনৈতিক, শিক্ষা, ক্যাম্পাস, ক্রীড়া, দুর্নীতি, আঞ্চলিক রিপোর্ট এবং ফলোআপ রিপোর্টগুলো বেশী করে প্রকাশ করার ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ মতামত প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, এ রিপোর্টগুলো বেশী করে প্রকাশ করলে পত্রিকার সমৃদ্ধি, কাটতি ও গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পাবে।

বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সৌমিক ভট্টাচার্য বলেন, অর্থনৈতিক রিপোর্ট সমৃদ্ধ করতে হবে। আমাদের দেশের অধিকাংশ মানুষই এসএমই ঋণ সম্পর্কে জানে না।

ফলে তারা সহজে ঋণ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তাদেরকে স্বাবলম্বী করতে রিপোর্ট প্রকাশ করতে হবে। শেয়ারবাজার সম্পর্কে বিস্তারিত তথ্য ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করতে হবে।

একই বিভাগের মাহফুজ তালুকদার বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে ধারাবাহিক প্রতিবেদন তৈরী করা প্রয়োজন। শিক্ষার্থীদের লেখা গল্প, প্রবন্ধ, কবিতা ছাপতে হবে। এগুলি আগে অনেক প্রকাশ হতো। ইদানিং এগুলো উঠে গেছে। এই কালচারটা ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, দেশে দুর্নীতি বেড়ে গেছে। রাজনৈতিক ধ্যাণ-ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, রাজনৈতিক নিউজ কমিয়ে দিয়ে দুর্নীতির নিউজ বেশী ছাপতে হবে।

তাহলে দুর্নীতি কমে যাবে। তিনি বর্তমানে ধারাবাহিক অভিযানে দুর্নীতিবাজরা ধরা পড়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, এধারা অব্যাহত রাখতে হবে। এবং এধরণের সংবাদ বেশী করে প্রকাশ করতে হবে।

আরো পড়ুনঃ

কুয়েটে শিক্ষকদের কর্মশালা

আরবান অ্যান্ড রিজিউনাল প্লানিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী কাজী আয়শা আফরোজ বলেন, খেলার পাতায় আন্তর্জাতিক সংবাদ বেশী থাকছে। দেশীয় খেলাধুলার মান বৃদ্ধিতে নজর দিতে হবে। আঞ্চলিক সংবাদ বেশী প্রকাশ করতে হবে।

মেধাবী আরেক শিক্ষার্থী রুবায়েত ইসলাম বলেন, কাগজের গুণগতমান উন্নয়নে ক্যাম্পাসে এ্যাম্বাসেডর থাকা প্রয়োজন। তিনি বলেন, পত্রিকায় ফলোআপ নিউজ অনেক কমে গেছে। আলোচিত ঘটনা ছাড়া ফলোআপ রিপোর্ট এখন আর খুববেশী হয়না। চার বছরের আগের একটি ঘটনার ফলোআপ থাকলে পত্রিকা আরো সমৃদ্ধ হবে।

এছাড়া আরবান অ্যান্ড রিজিউনাল প্লানিং বিভাগের ছাত্রী সাফিয়া জাহিনসহ অন্যান্য শিক্ষার্থীরা উপরোক্ত মন্তব্যের সাথে একমত প্রকাশ করে বলেন, বাংলাদেশ পোস্টের পৃষ্ঠাসজ্জা, নিউজ, ফিচার মেকআপ চমৎকার।

এ কে  এইচ / এসএস