ন্যাভিগেশন মেনু

পদার্থবিজ্ঞানে ৩ বিজ্ঞানীর নোবেল জয়


পদার্থবিজ্ঞানে এ বছর যৌথভাবে তিন বিজ্ঞানী নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্সেসে এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করেন রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীরা হলেন - রবার্ট পেনরোজ, রেইনহার্ড গেনরেজ এবং আন্দ্রেয়া ঘেজ।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানায়, পুরস্কারের অর্ধেক অর্থ পাবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রজার পেনরোস এবং বাকি অর্ধেক পাবেন  ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপাক রিচার্ড গেনজেল ও আদ্রিয়া গেজ।

নোবেল কমিটি জানায়, আপেক্ষিক তত্ত্বের মাধ্যমে কৃষ্ণগহ্বরের গঠনের ধারণা দিয়ে চলতি বছর নোবেল পুরস্কার পেলেন রজার পেনরোস। এছাড়া মহাবিশ্বের কেন্দ্রে সূর্যের চেয়ে কয়েকগুণ শক্তিশালী নক্ষত্রের আবিষ্কার করে নোবেল পেয়েছন রিচার্ড গেনজেল ও আন্দ্রিয়া গেজ।

এর আগে জুলাইয়ের শেষের দিকে নোবেল ফাউন্ডেশন জানিয়েছিল, করোনাভাইরাসের কারণে এবার ডিসেম্বরে নোবেল পুরস্কার দেওয়ার রাজকীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে নোবেলজয়ীরা তাদের নিজ নিজ দেশে বসেই ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

বুধবার (৭ অক্টোবর) রসায়ন বিজ্ঞানে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

এস এ / ওআ/  এডিবি