ন্যাভিগেশন মেনু

পরিবেশ রক্ষায় ৯ দফা দাবীতে মানববন্ধন


দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ সুরক্ষায় ‘সেন্টমার্টিন দ্বীপ বাঁচাতে নিয়ন্ত্রিত পর্যটন চাই’ শ্লোগানে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাটে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনটির ৪৫ জন স্বেচ্ছাসেবী কয়েকশ পর্যটক ও দ্বীপের বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে দ্বীপ বাঁচাতে ৯ দফা দাবী তুলে ধরা হয়।

দাবীগুলো হলো - যথাক্রমে বিদ্যমান প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ-তে ৯টি পয়েন্টের নিষিদ্ধ কার্যক্রম রোধ কল্পে) আইন কঠোরভাবে প্রয়োগ করা, দ্বীপে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা, পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট যাবতীয় কর্মকান্ড নিয়ন্ত্রণ করা, পর্যটকদের আচরণ নিয়ন্ত্রণ ও নির্ধারণ করা, ছেড়াদ্বীপে পর্যটক নিষিদ্ধ করা, দ্বীপে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, দ্বীপে নিরাপদ খাবার পানির উৎস্য নিশ্চিত করা, পরিবেশ ছাড়পত্র ব্যতিত হোটেল ও রির্সোট তৈরী বন্ধ করা, স্থানীয় মানুষের জীবন-জীবিকা, জীববৈচিত্র্য ও দ্বীপ রক্ষায় নীতিমালা তৈরী করা।

এসময় বক্তব্য রাখেন,‘এনভায়রনমেন্ট পিপল’ এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কক্সবাজারের উপদেষ্টা সরওয়ার আজম মানিক, , ব্যারিস্টার শাহরিয়ার ইয়াছিন, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলাম, এনভায়রনমেন্ট পিপল এর পরিচালক মো. হোসাইন, পরিচালক আজিম নিহাদ ।

ওয়াই এ / এস এস