ন্যাভিগেশন মেনু

পরিস্থিতি স্বাভাবিক হলেই উচ্চ মাধ্যমিকে ভর্তি শুরু


করোনাভাইরাস সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিকে ভর্তির সময় নির্ধারণ করতে পারছেন না সরকার। তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে ভর্তি প্রক্রিয়া শুরু না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড মনে করছে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করতেই হবে।

ঢাকা মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল হক বলেন, 'ভর্তির সময় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখতে হয়। কমপক্ষে ২০-২৫ লাখ মানুষের কার্যক্রম শুরু হয়ে যাবে। পরিস্থিতির উন্নতি হলে আমরা ভর্তি কার্যক্রম শুরু করব।'

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, ভর্তি কার্যক্রম দেরিতে শুরু হলেও; অনলাইনে আবেদন করা, সর্বোচ্চ দশটি প্রতিষ্ঠানে ভর্তির পছন্দক্রম উল্লেখ করাসহ উচ্চ মাধ্যমিকে ভর্তির অন্যান্য নিয়মগুলো অপরিবর্তিত থাকবে। প্রত্যেক বছর শিক্ষার্থীরা তাদের পছন্দক্রম অনুযায়ি আবেদন করে অনলাইনে। এবারও সেই একই কার্যক্রম থাকবে।

সারাদেশে উচ্চ মাধ্যমিকে প্রায় ৩০ লাখ আসন থাকায় ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের সংকট হবে না বলেও নিশ্চিত করেন তিনি।

বিষয়টিকে অনেকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও ধাপে ধাপে ভর্তির সুযোগ রাখার পরামর্শ তাদের।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ২০ লাখ ৪৭ হাজার ৭৯৯ শিক্ষার্থী। এ বছর অন্তত ১৬ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ভর্তিযুদ্ধে অংশ নেবেন। করোনা মহামারির এ সময়ে ফল প্রকাশ হলেও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এডিবি/