ন্যাভিগেশন মেনু

পরীমণি জন্মদিনে পথশিশুদের সঙ্গে কাটালেন


 হালের আলোচিত অভিনেত্রী পরীমণির জন্মদিন আজ বৃহস্পতিবার। সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে বিশেষ এই দিন শুরু করেন পরীমনি।

বরাবরের মতো এবারও সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। তাদের মাঝে উপহার সামগ্রী ও খাবার বিতরণ করেছেন। তাছাড়া পথশিশুদের সঙ্গে কিছু সময় গল্প ও আনন্দে মেতে ওঠেন পরীমনি।

এদিন রাজধানী ঢাকার পাঁচতারা একটি রেস্তোরাঁয় কেক কাটেন পরীমনি। সেখানে উপস্থিত ছিলেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা।

পরীমনি তার জন্মদিনে ড্রেস কোড রাখেন। এবার ছেলেদের সাদা আর মেয়েদের বেগুনি রঙের ড্রেস কোড নির্ধারণ করা হয়।

বিশেষ এ দিন উপলক্ষে নিজের জন্যও বিশেষ পোশাক তৈরি করেছেন পরীমনি। এর আগে রাত ১২টা ১ মিনিটে বাসায় কেক কেটে পরীমনিকে শুভেচ্ছা জানান তার কাছের বন্ধুরা।

পরীমনি বলেন, ‘আমি সব সময় কাছের মানুষকে কাছে রাখতে চাই। বিশেষ দিনে সেই চাওয়াটা আরো বেড়ে যায়। যে কারণে আজ সন্ধ্যায় কাছের মানুষদের দাওয়াত করি। সবাইকে নিয়ে কেক কাটি।’

২০১৪ সালে শাহ আলম মন্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান পরীমনি। সিনেমাটি মুক্তির আগেই নজরুল ইসলাম খানের ‘রানা প্লাজা’সহ প্রায় দুই ডজন সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি।

২০১৫ সালে পরীর ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমাটি মুক্তি পায়। এরপর ‘পাগলা দিওয়ানা’, ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’, ‘মহুয়া সুন্দরী’, ‘পুড়ে যায় মন’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘ইনোসেন্ট লাভ’, ‘রক্ত’, ‘আপন মানুষ’, ‘সোনাবন্ধু, ‘ধূমকেতু’, ‘কত স্বপ্ন কত আশা’, ‘অন্তর জ্বালা’,‘স্বপ্নজাল’সহ বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে।

এ ছাড়া ‘নদীর বুকে চাঁদ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘বাহাদুরি’ ‘বিশ্ব সুন্দরী’সহ প্রায় এক ডজন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

ওআ/ এস এস

আপডেট নিউজ পেতে ভিজিট করুন - আজকের বাংলাদেশ পোস্ট