ন্যাভিগেশন মেনু

পর্নকাণ্ডে জামিন পেলেন শিল্পার স্বামী রাজ


পর্নো ছবি তৈরির অভিযোগে গত জুলাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা। অবশেষে টানা ২ মাস কারাবাসের পর সোমবার জামিন পেলেন রাজ ও রাজের আইটি কর্মী রেয়ান থ্রোপ।

সোমবার (২০ সেপ্টেম্বর) আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেছেন। ৫০ হাজার রুপি মুচলেকা দেয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে।

রাজের জামিনের পর তার আইনজীবী নিরঞ্জন মুন্ডের্গি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘ইতোমধ্যেই শেষ হয়েছে পুলিশের তদন্ত। চার্জশিটও পেশ করা হয়েছে। চার্জশিটে রাজের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে সবচেয়ে বেশি সাত বছরের কারাদণ্ড হতে পারে তার। ’

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার জামিনের আবেদন করেছিলেন রাজ। সেখানে তিনি বলেন, তাকে ফাঁসানো হচ্ছে। তিনি যে পর্নোগ্রাফি তৈরির সঙ্গে যুক্ত, তার কোনো প্রমাণ সাপ্লিমেন্টারি চার্জশিটে নেই।

প্রসঙ্গত, অভিনেত্রী শিল্পা শেঠির সঙ্গে রাজ কুন্দ্রার বিয়ে হয় ২০০৯ সালে। দারিদ্রের সঙ্গে লড়াই করে বড় হওয়া রাজ নানারকম ব্যবসার সুবাদে অঢেল অর্থসম্পদের মালিক হন। গত কয়েক বছরে তিনি পর্নভিডিওর ব্যবসা করেও নাকি প্রচুর অর্থ কামিয়েছেন। যদিও শিল্পা জানান যে, তিনি এসবের কিছুই জানতেন না। তার অগোচরেই রাজ এই কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিল।

ওআ/