ন্যাভিগেশন মেনু

পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো পাহাড়পুর বৌদ্ধবিহার


করোনার সংক্রমন রোধে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে নওগাঁর প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাহাড়পুর বৌদ্ধবিহার। এতে দর্শনার্থী, ব্যবসায়ী ও স্থানীয়রা বেশ খুশি।

পাহাড়পুর বৌদ্ধবিহারের টিকিট কাউন্টার খোলার পর কর্মকর্তা, কর্মচারী, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ-আনসার ব্যাটালিয়ন সদস্য, ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে প্রথম ভাগে অল্প সংখ্যক দর্শনার্থী এসেছেন।

সাপাহার উপজেলা থেকে আসা কাওছার আহম্মেদ বলেন, ‘করোনায় পাহাড়পুর বৌদ্ধবিহার বন্ধ রয়েছে ভেবেই তিনি পরিবার নিয়ে এসেছেন। কিন্তু এখানে এসে জানলেন, বৌদ্ধবিহার খুলেছে। এখন নিজেদের সৌভাগ্যবান মনে হচ্ছে। তবে বৌদ্ধবিহারের মূল মন্দিরের সিঁড়ি ভাঙা থাকায় সেখানে যেতে পারিনি।’

পাহাড়পুর বাজারের দোকানি জুয়েল হোসেন বলেন, ‘করোনায় দীর্ঘদিন পাহাড়পুর বৌদ্ধবিহার বন্ধ ছিলো। এ কারনে কেনাবেচাও কমে গিয়েছিলো। বৌদ্ধবিহার খোলার পর দোকানে বেচাকেনা আগের চেয়ে একটু বেড়েছে।’

মূল গেটের নিরাপত্তার দায়িত্বে থাকা রাহেলা বেগম বলেন, ‘দর্শনার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক। তারা মাস্ক ছাড়া কোনো দর্শনার্থীকে ভেতর যেতে দিচ্ছেন না। তা ছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে দর্শনার্থীদের ভেতরে ঘোরাঘুরি করতে বলা হচ্ছে।’

পাহাড়পুর বৌদ্ধবিহারের টিকিট কাউন্টারের বুকিং সহকারী সরজিত পাল জানান, এখন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকবে। জনপ্রতি টিকিট ২০ টাকা।

বিএআর/এমআইআর/এডিবি