ন্যাভিগেশন মেনু

পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা


টানা তিনদিনের ছুটির আনন্দ উপভোগ করতে সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটায় পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে। করোনার ভয় জয় করে প্রাকৃতিক সৌন্দর্যের বেলাভূমি কুয়াকাটার নৈসর্গিক শোভার প্রাণবন্ত ছোঁয়া পেতে ভ্রমণপিপাসু হাজার হাজার পর্যটক কুয়াকাটায় বেড়াতে এসেছেন।

এ বছরের শুরু থেকেই মানুষ বন্দিদশা থেকে মুক্তি পেতে প্রকৃতির কাছে ছুটে আসছে। করোনার কারণে বন্দীদশা থেকে মুক্তি পেতে এবং সরকারি ছুটি একটু বেশি হওয়ায় হাজার হাজার পর্যটকদের আগমন ঘটেছে বলে মনে করছে ট্যুরিস্ট পুলিশসহ স্থানীয় ব্যবসায়ীরা।

পুরো সৈকতজুড়ে পর্যটকদের পদচারণা। এ ছাড়াও কুয়াকাটার আশেপাশে দর্শনীয় স্থানেও দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো।

পর্যটকদের নিরাপত্তায় সৈকতের বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল জোরদার করা হয়েছে। ৩০ কিলোমিটার দীর্ঘ সৈকতের গাঁ ঘেষে গঙ্গামতির সংরক্ষিত বনাঞ্চল, দক্ষিণে দৃষ্টিসীমা যতোদুর যায় শুধু নীল সাগরের জলরাশি অন্যদিকে দিগন্তজুড়ে লালিমা আকাশের গায়ে আবির মাখানো দৃশ্য পর্যটকদের উদ্বেলিত করে।

খুলনা থেকে বেড়াতে আসা মোঃ আবুল কালাম আজাদ (৩০) বলেন, ‘একই স্থানে দাড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত উপভোগ করার দৃশ্য একমাত্র কুয়াকাটায় যা সত্যিই উপভোগ্য।’

কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সোহরাব হোসেন বলেন, ‘আমরা সর্বদা নিরাপত্তায় নিয়োজিত আছি। এ ছাড়াও কুয়াকাটার বিভিন্ন স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

উল্লেখ্য, গতবছর মহামারি করোনার কারণে মার্চের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা একেবারই কম ছিলো। অক্টোবর থেকে পর্যটকের উপস্থিতি আস্তে আস্তে বাড়তে থাকে।

এম এস আর এস/এমআইআর/এডিবি