ন্যাভিগেশন মেনু

পল্লবীতে দিনদুপরে কুপিয়ে হত্যা মামলায় ৩ আসামী রিমান্ডে


রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলায় তিন আসামীর চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল রিমান্ডের এই আদেশ দেন।

রিমান্ডের আসামিরা হলেন - শরীফ, টিটু ও ইকবাল।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ ইফতেখার হোসেন আসামীদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে আসামিদের চারদিন করে রিমান্ডের আদেশ দেন।

মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালসহ কয়েকজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। এদের মধ্যে দুইজন দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।

গত ১৬ মে বিকেলে জমির বিরোধের মীমাংসার কথা বলে ডেকে নিয়া ৬ বছরের ছেলে মাশরাফির সামনে বাবা শাহীন উদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বিকেল সাড়ে ৪টায় পল্লবীর ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে ঘটনাটি ঘটে।

গত ১৭ মে এ হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগীর মা আকলিমা বেগম ২০ জনের নাম উল্লেখ করে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন - লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল, ছাত্রলীগের সাবেক নেতা সুমন, মো. আবু তাহের, মুরাদ, মানিক, মনির, শফিক, টিটু, কামরুল, কিবরিয়া, দিপু, আবদুর রাজ্জাক, মরন আলী, লিটন, আবুল, বাইট্যা বাবু, বড় শফিক, কালু ওরফে কালা বাবু, নাটা সুমন ও ইয়াবা বাবু।

বৃহস্পতিবার (২০ মে) সকালে ভৈরব এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যা মামলার এক নম্বর আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি আউয়ালকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া এ ঘটনার মাস্টারমাইন্ড মো. সুমন বেপারী (৩৩) এবং মো. রকি তালুকদারকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মামলার দুই আসামী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

ওয়াই এ/এডিবি/