ন্যাভিগেশন মেনু

পল্লবী থানায় বিস্ফোরণ, আহত ৫


রাজধানীর মিরপুরের পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

আহতরা হলেন- পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইমরান, উপ-পরিদর্শক (এসআই) সজীব, পিএসআই অঙ্কুশ, পিএসআই রুমি ও রিয়াজ (২৮) নামে একজন।

বর্তমানে রুমি ও রিয়াজ জরুরি বিভাগে চিকিৎসাধীন। পিএসআই অঙ্কুশ চক্ষু হাসপাতালে আছেন। ওসি তদন্ত ইমরান ও এস আই সজীব প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, তিনজন আসামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছিল। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও সাথে একটি ওয়েট মেশিন উদ্ধার করা হয়। সেই ওয়েট মেশিন থানায় আনার পর বিষ্ফোরিত হয়। এ ঘটনায় চারজন পুলিশ সদস্য ও একজন সিভিলিয়ান আহত হয়েছে।

এডিবি/