ন্যাভিগেশন মেনু

পল্লবী থানায় বিস্ফোরণ: কেটে ফেলতে হলো রিয়াজের কব্জি


রাজধানীর মিরপুরের পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় আহত রিয়াজের বাম হাতের ক্ষতবিক্ষত কব্জি কেটে ফেলেছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় তার কব্জি কেটে ফেলা হয়। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ৭টার দিকে পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় চার পুলিশসহ পাঁচজন আহত হন। এরা হলেন- পল্লাবী থানায় পরিদর্শক (অপারেশন) এমরানুল ইসলাম, এসআই রুমি তাবরেজ হায়দার, পিএসআই সজীব, অঙ্কুর ও রিয়াজ।

ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের আবাসিক সার্জন (আরএস) ডা. মোহাম্মদ আলাউদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, রিয়াজের বাম হাতের কব্জি পর্যন্ত কেটে ফেলা হয়েছে। তার ডান হাতের একটি আঙুল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিও রাখা যায়নি। এছাড়া তার পেটে বড় ধরনের ইনজুরি আছে বলেও জানান তিনি।

ডিএমপির ডিসি (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, রিয়াজ পল্লবী থানায় বেসরকারি কর্মী হিসেবে কাজ করতেন। তিনি থানায় পুলিশের সাহায্যকারী হিসেবে চা, নাস্তা এনে দেয়াসহ বিভিন্ন ধরনের কাজ করতেন। সাহায্য করার জন্য পুলিশ সদস্যরাই তাকে কিছু টাকা দিতো।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সকালে প্রথমে পাঁচজনকে ঢামেকে আনা হয়। এরমধ্যে পরিদর্শক এমরানের বাঁ পায়ের হাঁটুর নিচে জখম, সজীবের কানে, রুমির বাঁ হাতে জখম রয়েছে। অঙ্কুরের চোখে আঘাত থাকায় তাকে পরে চক্ষু হাসপাতালে পাঠানো হয়।

ওআ/