ন্যাভিগেশন মেনু

পশুর নদীর তীর থেকে বিপুল পরিমান চিংড়ি মাছের শুটকি জব্দ


পূর্ব সুন্দরবন বিভাগের পশুর নদীর পাড় থেকে বিষ দিয়ে আহরিত ৩৪ বস্তা চিংড়ি মাছের শুটকি জব্দ করেছে বন বিভাগ।

মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি ফিশিং ট্রলার থেকে এসব চিংড়ি মাছ উদ্ধার করা হয়। 

পরে মামলা দায়ের করে বুধবার (১২ আগস্ট) বিকেলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সামনে মাছগুলো ধ্বংস করে দেয় বন বিভাগের সদস্যরা।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, একটি ফিশিং ট্রলারে বিপুল পরিমান বিষ দিয়ে আহরিত চিংড়ি নিয়ে যাচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে পশুর নদী এলাকায় অভিযান চালানো হয়। ওই ট্রলারটিকে চ্যালেঞ্জ করলে ট্রলারে থাকা লোকজন ট্রলারটিকে নদীর তীরে বেঁধে রেখে পালিয়ে যায়। পরে ট্রলারের মধ্যে ৩৪ বস্তা শুটকি চিংড়ি পাওয়া যায়। প্রতি বস্তায় ১৮ কেজি করে শুঁটকি ছিল। এসব শুটঁকি সুন্দরবন থেকে লোকালয়ে বিক্রির জন্য নিয়ে আসছিলো পাচারকারীরা।

এডিবি/