ন্যাভিগেশন মেনু

পশ্চিমবঙ্গে কমছে দৈনিক করোনা হার


অবশেষে কাটছে অন্ধকার। ধীরে ধীরে পশ্চিমবঙ্গ রাজ্যের করোন পরিস্থিতির উন্নতি ঘটছে।  গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে করোনা সংক্রমণ। বেড়েছে সুস্থতা। রাজ্যের মোট করোনাজয়ীর সংখ্যা ১২ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই যা মনোবল জোগাচ্ছে কোভিডযোদ্ধাদের।

স্বাস্থ্যদপ্তরের শনিবার সন্ধের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন।   তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর হার। এদিনও ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ের মধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের ১৮ হাজার ৭৭৪ জন।

চলতি বছরের এপ্রিলের গোড়া থেকেই ফের ঊর্ধ্বমুখী হয়েছিল রাজ্যের কোভিডগ্রাফ। চড়চড়িয়ে বাড়ছিল আক্রান্তের সংখ্যা। কিন্তু রাজ্য প্রশাসনের তৎপরতায় সেই সংক্রমণের শৃঙ্খল বেশকিছুটা ভাঙা গিয়েছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় থেকেই চিন্তা বাড়াচ্ছিল কলকাতা ও উত্তর ২৪ পরগনা।

 এদিন উত্তর ২৪ পরগনার তুলনায় কলকাতার পরিস্থিতি বেশ ভাল। সরকারি হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩৫ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২ হাজার ৪৪১ জন। বাকি জেলাগুলিতে ১ হাজারের বেশি সংক্রমিতের হদিশ মেলেনি। এই তথ্য স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যদপ্তরকে।

 এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লক্ষ ৫৪ হাজার ৯৫৬ জন। এদিন রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৬৩ হাজার ৫১৮ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪৮ জনের। যার মধ্যে ৪৪ জন কলকাতার বাসিন্দা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। তবে দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম থেকে করোনায় মৃত্যুর খবর মেলেনি।

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারও মৃত্যুহীন। এদিন রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ২৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সেরে উঠেছেন ১৮ হাজার ৭৭৪ জন। ফলে বাংলার মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হল ১২ লক্ষ ৩৭ হাজার ২৯০ জন। কমেছে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যাও। এদিন রাজ্যের সুস্থতার হার ৯১.৩২ শতাংশ।

এস এস