ন্যাভিগেশন মেনু

পশ্চিমবঙ্গে চলছে দ্বিতীয় পর্যায়ের ভোট


পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে ৮ দফা ৪ জেলার নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট শুরু হয়েছে।  ৪টি আসন মিলিয়ে মোট ৩০ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভেট গ্রহণ।

দ্বিতীয় দফায় ৪ জেলাগুলো হলো- বাঁকুড়া ৮, পশ্চিম মেদিনীপুর ৯, পুর্ব মেদিনীপুর ৯ ও দক্ষিণ ২৪পরগনার। এর মধ্যে দক্ষিণ ২৪পরগনা বাদে বাকি ৩ জেলায় প্রথম দফায় (২৭ মার্চ) ভোট সম্পন্ন হয়েছে।

নিরাপত্তার বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছেন, আইন-শৃঙ্খলা রক্ষার জন্য ৬৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ ৬৫ হাজার ১শ জন আধা সামরিক সেনাবাহিনী ভোটকেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে।

এছাড়া রাজ্য পুলিশ থেকে নেওয়া ১১ হাজারের মত সশস্ত্র পুলিশ বাহিনী। সব মিলিয়ে ৭৬ হাজারের বেশি নিরাপত্তাবাহিনী সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য মোতায়েন করা হয়েছে।

৩০টি বিধানসভা কেন্দ্রে মূল প্রতিদ্বন্দ্বী সংযুক্ত মোর্চা, তৃণমূল এবং বিজেপি। এছাড়া অন্যান্য রাজনৈতিক দল মিলিয়ে প্রার্থী রয়েছে ১৭১ জন। আর এদের ভাগ্য নির্ধারণ করছে ৭৫ লাখ ৯৪ হাজার ৫৪৯ জন ভোটার।

৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ১০ হাজার ৬২০টি বুথে। ভোট হচ্ছে ইভিএমের মাধ্যমে। ফলে দ্বিতীয় দফার যে রাজনৈতিক দল এই ৩০টি বিধানসভা কেন্দ্র নিজের ঝুলিতে রাখতে পারবে সেই দল পশ্চিমবঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সিবি/ওআ