ন্যাভিগেশন মেনু

পশ্চিমবঙ্গে প্রথম দিনের ভোটে সন্তুষ্ট বিজেপি, অভিযোগ তৃণমূলের


পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দিনের ভোটে সন্তুষ্টি প্রকাশ করেছে বিজেপি। অন্যদিকে ভোটে অনিয়মের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস।

শনিবার (২৭ মার্চ) পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার ৩০টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে।

পূর্বের নির্বাচনের কথা উল্লেখ করে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ বিজেপি বলছে, গত চার দশকের মধ্যে এদিনই সব থেকে শান্তিপূর্ণ ভোট হয়েছে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে প্রচুর অনিয়মের অভিযোগ জানিয়েছে - যার মধ্যে বিজেপির বিরুদ্ধে বুথ দখল, তৃণমূল প্রার্থীকে ভোট দিলে সেটা বিজেপির দিকে চলে যাওয়ার মতো অভিযোগও রয়েছে।

এরইমধ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটি টেলিফোন আলাপের রেকর্ডিং সামনে এনেছে, যা নিয়ে পশ্চিমবঙ্গে জোরেশোরে আলোচনা চলছে।

ভোটের আগের দিন পর্যন্তও যেখানে বিজেপি বারে বারে নির্বাচন কমিশনের কাছে তাদের আশঙ্কার কথা জানিয়েছিলো যে, তৃণমূল কংগ্রেস নানাভাবে জালিয়াতি করতে পারে বা দুষ্কৃতিদের সাহায্য নিতে পারে, সেখানে ভোটের প্রথমদিন দেখা গেছে তাদের একেবারেই বিপরীত সুরে কথা বলতে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, শনিবার ৫ জেলার ভোটকেন্দ্রগুলোতে বিভিন্ন সমস্যা সৃষ্টির চেষ্টা করেছে বিজেপি; কোথাও বিজেপি কর্মীরা তাদের বুথ অ্যাজেন্টকে ঢুকতে বাধা দিয়েছে, কোথাও ইভিএম যন্ত্রে তৃণমূলকে ভোট দিলে তা বিজেপিতে চলে যাচ্ছে, আবার কোথাও সাধারণ মানুষ যাতে ভোট না দিতে পারেন তার জন্য বুথ জ্যাম করেছে বিজেপি কর্মীরা।

এ ছাড়াও, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বিভিন্ন জায়গায় বিজেপিকে সহায়তা করছে এমন অভিযোগও করেছেন তৃণমূল নেতারা। তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় পর্যায়ের অন্যতম নেতা ও লোকসভার এমপি ডেরেক ও ব্রায়েন ইতোমধ্যে অভিযোগগুলো সুনির্দিষ্ট করে নির্বাচন কমিশন বরাবর চিঠিও দিয়েছেন।

দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ হবে ১ এপ্র্রিল । যেসব কেন্দ্রে ভোট নেওয়া হবে তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম যেখান থেকে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারই এক সময়ের অত্যন্ত ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী।

সিবি/এডিবি/