ন্যাভিগেশন মেনু

পশ্চিমবঙ্গে ভবানীপুর বিধানসভার উপনির্বাচনের তারিখ ঘোষণা


পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এর ফলে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের বিধানসভার সদস্য হওয়া পথ নিশ্চিত হলো।

আগামি ১৩ সেপ্টেম্বর সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ভারতের নির্বাচন কমিশন এই তারিখ ঘোষণা করেন। এ ছাড়াও একই সঙ্গে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রেও ভোট হবে। তবে ওই দুই কেন্দ্রে প্রার্থীরা ভোটের আগেই মারা যাওয়ায় উপনির্বাচন নয়, সাধারণ নির্বাচন হবে।

নির্বাচন কমিশনের এই ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ, এবারের বিধানসভা নির্বাচনে তার চিরাচরিত কেন্দ্র ভবানীপুর ছেড়ে তিনি নন্দীগ্রাম বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার একসময়ের স্নেহভাজন, পরবর্তীকালে প্রবল প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ গ্রহণ করে ভোটে দাঁড়ালেও অল্প ব্যবধানে তিনি হেরে যান।

তারপরও মূখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। কিন্তু তার জন্য সংবিধানের নিয়ম অনুসারে ভোটের ফল ঘোষণার ছয় মাস, অর্থাৎ নভেম্বর মাসের মধ্যে তাকে কোনও আসনে জয়ী হয়ে আইনসভার সদস্য হতেই হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর তার ছেড়ে যাওয়া ভবানীপুর আসনে প্রার্থী হন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ।

শোভনদেব চট্টোপাধ্যায় বিপুল ভোটে রুদ্রনীল ঘোষকে হারিয়ে জয়ী হন। গত জুন মাসে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শোভনদেব। এখন তাকেও মন্ত্রী থাকতে হলে কোনও কেন্দ্র থেকে ভোটে জয়ী হয়ে বিধানসভায় আসতে হবে।

সিবি/এডিবি/