ন্যাভিগেশন মেনু

ভারতের বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে ৩য় দফায় ভোটগ্রহণ চলছে


পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ৩১টি কেন্দ্রে চলছে তৃতীয় দফায় ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে এই ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্য়ন্ত।

মঙ্গলবার (৬ এপ্রিল) ৩১টি বিধানসভা কেন্দ্রে মধ্যে ভোট চলছে রাজ্যের দক্ষিণ ২৪পরগনা ১৬টি, হাওড়া ৭টি ও হুগলী জেলার ৮টি আসনে।

তৃতীয় দফায় ভোটগ্রহণে সমস্ত অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে নেমেছে নির্বাচন কমিশন। মোট ৮৩২ কোম্পানি অর্থাৎ ৮৩ হাজার ২০০ কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে ভোট কেন্দ্রে।

আইনশৃঙ্খলা রক্ষার জন্য ৬১৮ কোম্পানির কেন্দ্রীয়বাহিনী মোতায়েন আছে বুথগুলোয়। বাকি কেন্দ্রীয়বাহিনী রিজার্ভে থাকবে। বড়সড় অপ্রীতিকর ঘটনার খবর পেলে তাদের মাঠে নামানো হবে।

এছাড়া রাজ্য থেকে ১১ হাজারের বেশি সশস্ত্র পুলিশ নেওয়া হয়েছে। সব মিলিয়ে ৭২ হাজার ৮০০ নিরাপত্তাবাহিনী শান্তিপূর্ণ ভোটগ্রহণের দিকে লক্ষ্য রাখছে। নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ তৃতীয় দফা ভোট সুষ্ঠুভাবে শেষ করা। অন্তত বুথ দখল বা জাল ভোটের অভিযোগ যাতে কেউ না করতে পারে।

এর আগে ২৭ মার্চ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। প্রথম দফায় রাজ্যের দক্ষিণাঞ্চলের ৫টি জেলার মোট ত্রিশটি আসনের জন্য ভোট হয়। এর পর ১ এপ্রিল শেষ হয় দ্বিতীয় দফার ভোট।

এছাড়া পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, কেরল, তামিলনাড়ু ও পদুচেরিতে ভোট চলছে। যদিও সেই সব রাজ্যে আজই শেষ হবে ভোটপর্ব। তবে পশ্চিমবঙ্গে ভোট শেষ হবে ২৯ এপ্রিল। পাঁচ রাজ্যেই একসঙ্গে ভোট গণনা হবে ২ মে।

সিবি/এডিবি/