ন্যাভিগেশন মেনু

পশ্চিমবঙ্গে ৭ম দফার ভোট চলছে


আজ পশ্চিমবঙ্গে সপ্তম দফার ভোটগ্রহণ চলছে। দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, কলকাতা ও পশ্চিম বর্ধমানের মোট ৩৪ আসনে নির্বাচন। আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। কোভিডবিধি নিয়েও কড়া মনোভাব নির্বাচন কমিশনের। দিনভর ভোটের খুঁটিনাটি।

সকাল ১১.২৯: দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত মলানদিঘিতে ২১৫ নম্বর বুথ কেন্দ্র থেকে প্রায় এক কিলোমিটার দূরে রয়েছে তৃণমূলের কার্যালয়। তৃণমূল কর্মীরা তাঁদের দলীয় কর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করছিল।

সেই সময় আচমকা কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কর্মীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। চেয়ার ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। তিনজন দলীয় কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

তৃণমূল কর্মীরা অভিযোগ করছে বিজেপি কর্মীদের কথা মতো চলছে কেন্দ্রীয় বাহিনী। কাঁকসা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে। পরে সেই তালা খুলে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সকাল ১১.১৮: রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থীর এজেন্ট মোহন রাওকে বুথের ভিতর শ্লীলতাহানির অভিযোগে আটক করল নিউ আলিপুর থানার পুলিশ।

সকাল ১১.১৪: লালবাগের ১১৬ নম্বর বুথে মেশিন ইভিএম খারাপ।সকাল ১১.০৬: পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। অভিযোগ, প্রচুর লোক নিয়ে ঘুরছিলেন ওই প্রার্থী।  পুলিশ বাধা দিলে কথা কাটাকাটি হয়।

সকাল ১০.৩৭: বুথের বাইরে ভোটারদের ভয় দেখানোর অপরাধে তৃণমূলের রানিনগর ২ ব্লকের সভাপতি মীজান হাসানের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। মীজান জানান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোমনগর ২১৬ নম্বর বুথ থেকে তৃণমূলের এজেন্টকে বের করে দিয়েছে।

সকাল ১০.২৯: আসানসোল দক্ষিণের ভক্তনগর ২৮৭ নম্বর বুথের ভিতর দলীয় লোগো লাগানো টুপি পরে বসেছিলেন তৃণমুলের বুথ এজেন্ট। টুপি খুলে নিয়ে আসেন অগ্নিমিত্রা পাল।

সকাল ১০.২৫: বালিগঞ্জের পেয়ারাবাগানে উত্তেজনা। বিজেপিকে ক্যাম্প করতে না দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এমনকী, বিজেপি প্রার্থী সুব্রত সাহার এজেন্টকে মারধরেরও অভিযোগ উঠেছে।

সকাল ১০.১৫: পুনর্বাসনের দাবিতে ভোট বয়কট রানিগঞ্জ বিধানসভার হরিশপুর গ্রামে।

সকাল ১০.১১: চাপুই খাস কোলিয়ারি ১৪০, ১৪১ নম্বর বুথ এলাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে সেন্ট্রাল পুলিশের দল ও কুইক রেস্কিউ টিম রাস্তার মাঝে থেকে সরিয়ে দিল এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা বিনোদ নুনিয়াকে। তিনি এদিন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন।

সকাল ১০.০৭: সুতির ৩২/৩৩/৩৪ নম্বর বুথ। মাস্ক নেই। নেই সামাজিক দূরত্ব। ভোট চলছে অবাধে।

এস এস