ন্যাভিগেশন মেনু

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রাণ গেলো ৫ জনের


ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটে কোচবিহারের শীতলকুচিতে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) সকালে কোচবিহারের শীতলকুচির পাঠানটুলিতে দলীয় কোন্দলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক তরুণের। তার রেশ না কাটতেই শীতলকুচি বিধানসভার মাথাভাঙার জোরপাটকিতে ১২৬ নম্বর বুথের সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চারজনের।

কেন্দ্রীয় বাহিনীর জওয়াদের গুলিতে চারজন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

দেশটির নির্বাচন কমিশন জানায়, সিআরপিএফের গুলিতেই মৃত্যু হয়েছে। এছাড়া জোড়পাটকিতে গুলির ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

গুলিতে নিহতদের নাম - হামিদুল হক, দিলদার আহমেদ, মনিরুল হক ও নুর আলম বলে জানা গেছে।

গতকাল শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। মহিলাদের নিয়ে কার্যত প্রতিরোধ গড়ে তোলারও ডাক দিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরে বিজেপি গ্রামে গ্রামে ঘুরছে বলেও দাবি করেছিলেন মন্ত্রী। এনিয়ে তার বিরুদ্ধে এফআইআরও করেছিল বিজেপি। শনিবার সেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই গুলি চালনার অভিযোগ উঠল মাথাভাঙার শীতলকুচিতে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আজ সকাল থেকেই এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও নানা ইস্যুতে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সেই বচসা থেকেই ছড়ায় উত্তেজনা। এরপরই আধাসামরিক বাহিনী গুলি চালায়। গুলিতে মৃত্যু হয় চারজনের। জখম হয়েছে আরও তিনজন। তাদেরকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে মৃতরা তাদের কর্মী বলে দাবি করেছে তৃণমূল। এনিয়ে এলাকায় বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্ব।

এমআইআর/এডিবি/