ন্যাভিগেশন মেনু

পশ্চিমবঙ্গ বিধানসভা: খড়দহ আসন থেকে প্রার্থী হচ্ছেন শোভনদেব


ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে ভবানীপুর আসন থেকে জয়ী হয়ে পদত্যাগ করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এবার তিনি খড়দহ আসন থেকে উপনির্বাচনে লড়বেন।

জানা যাচ্ছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যেপাধ্যায়ে জন্য ভবানীপুর আসন থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তিনি।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, তৃণমূলের এই বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দহ আসন থেকে প্রার্থী করার ব্য়াপারে সবুজ সংকেত দিয়েছে দল। আর ভবানীপুর আসনে প্রার্থী হচ্ছেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'দলের নির্দেশে নেত্রীর জন্যই ভবানীপুর আসন থেকে স্বেচ্ছায় পদত্য়াগ করেছি। ফের দলই বলেছে তাই খড়দহের উপনির্বাচনে লড়াই করবো।'

তৃণমূলের কাজল সিনহার মৃত্যুর পর খড়দহের আসনটিও ফাঁকা হয়ে যায়। এরপরই খড়দহ থেকে তাকে প্রার্থী করার ব্যাপারে সিদ্ধান্ত নেয় দল।

এডিবি/