ন্যাভিগেশন মেনু

পাইকারিতে কমেছে পেঁয়াজের দাম


পাইকারি বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমলেও তার কোনো প্রভাব নেই খুচরো বাজারে। বাজারে নতুন করে পেঁয়াজ আসায় কেজিপ্রতি পাঁচ টাকা পর্যন্ত দাম কমেছে তবে খুচরো বাজারে একই রয়েছে পেঁয়াজের দাম।

ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার ঘোষণার পর বাজারে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়।

পাইকাররা বলছেন, বাজারে নতুন করে পেঁয়াজ আসেছে। তাই পাইকারি বাজারে কেজিপ্রতি পাঁচ টাকা পর্যন্ত দাম কমেছে, তবে খুচরোর বিষয়ে তথ্য জানা নেই।

এদিকে খুচরো বিক্রেতারা বলছেন, পাইকারদের কাছ থেকে বেশি দামে পেঁয়াজ কেনা হয়েছে। সেখানে কম দামে পেলে খুচরােয়ও দাম কমবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকার কাঁচাবাজারগুলোতে ঘুরে এ চিত্র দেখা যায়।

কাঠালবাগান, মগবাজার চারুলতা মার্কেট, মালিবাগ ও খিলগাঁও, রামপুরা কাঁচা বাজারে খুচরো প্রতিকেজি দেশি (কিং) পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা, দেশি পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা, আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকার মধ্যে।

আর কারওয়ান বাজারের আড়তে পাইকারি দেশি পেঁয়াজ প্রতিপাল্লা (পাঁচ কেজি) বিক্রি হচ্ছে ৪৩০ টাকা বা ৮৬ টাকা কেজি দরে, দেশি (কিং) বিক্রি হচ্ছে ৪শ টাকা পাল্লা (পাঁচ কেজি) বা ৮০ টাকা কেজি। আর আমদানি করা (এলসি) পেঁয়াজ প্রতিপাল্লা ৩১০ টাকা বা ৬২ টাকা কেজি দরে।

সিবি/এডিবি