ন্যাভিগেশন মেনু

পাকিস্তানে আশ্রয় নিলেন আফগান নারী ফুটবলাররা


তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের এক মাস পর আফগান নারী ফুটবলাররা সীমান্ত পার হয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স পক্ষ থেকে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে আশ্রয় নেওয়া নারী ফুটবলারদের অনেকেই বয়সভিত্তিক ফুটবল দলের। এ সংখ্যাটা কমপক্ষে ৮১। বৃহস্পতিবার আরও ৩৪ জনের পাকিস্তানে পৌঁছানোর কথা। পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্মকর্তা উমর জিয়া বলেন, ‘আপাতত পাকিস্তানে থাকবেন এই ফুটবলার ও তাদের পরিবার। ৩০ দিন পর তারা তৃতীয় কোনো দেশে চলে যাওয়ার জন্য আবেদন করবেন। আমেরিকা, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো দেশে তাদের পাঠানোর ব্যাপারে চেষ্টা করবে আন্তর্জাতিক সংস্থাগুলো। তোরখাম সীমান্ত দিয়ে তারা পাকিস্তান পৌঁছেছে বলে জানিয়েছে রয়টার্স। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্পোর্টস কমপ্লেক্সে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, নতুন কিছুর ইঙ্গিত দিলেও সময়ের ব্যবধানে আসল রূপে অবতীর্ণ হচ্ছে তালেবানরা। কিছুদিন আগে একজন তালেবান মুখপাত্র একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, তিনি মনে করেন না নারীদের খেলাধুলায় অংশগ্রহণ করতে দেওয়ার কোনো কারণ আছে। তিনি নারীদের খেলাধুলায় অংশগ্রহণকে ‘ইসলাম বিরোধী’ আর ‘অপ্রয়োজনীয়’ হিসেবে বর্ণনা করেন। এছাড়া ছেলেদের জন্য প্রায় ৪শ খেলার অনুমতি দেইয়া হলেও নারীদের বজন্য নিষিদ্ধ থাকছে সকল ধরণের খেলাধুলা।

ওআ/