ন্যাভিগেশন মেনু

পাটগ্রামে ২ রোহিঙ্গা তরুণ-তরুণী আটক


লালমনিরহাটের পাটগ্রম থেকে টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে পালিয়ে ভারত হয়ে নেপাল যাওয়ার পথে দুই রোহিঙ্গা তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পাটগ্রাম থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, তারা পাটগ্রাম সীমান্তের তিনবিঘা করিডোর হয়ে দহগ্রাম এলাকায় কাটাতারের বেড়া ডিঙ্গিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। আটককৃতদের একজন তরুণ আরেক জন তরুণী। তারা মামাতো-ফুফাতো ভাই-বোন বলে জানা গেছে।

ওসি ওমর ফারুক বলেন, গত চারদিন আগে টেকনাফের রহিঙ্গা শরণার্থী শিবির থেকে গোপনে তারা বেরিয়ে আসেন। তারা সম্পর্কে মামতো-ফুফাতো ভাইবোন। মেয়েটির কিছুদিন আগে সাকের নামের একজনের সাথে বিয়ে হয়েছে। সাকের নেপালে থাকেন। সেই সাকেরের কাছে যাওয়ার উদ্যেশ্যেই তারা পাটগ্রাম সীমান্তে তিনবিঘা করিডোর হয়ে দহগ্রাম এলাকায় কাটাতারের বেড়া ডিঙ্গিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের দেখে আটক করে। আটকের পর বিএসএফ তাদের বাংলাদেশে পুশব্যাক করেন।

পরে তারা পাটগ্রাম পৌরসভা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে স্থানীয় লোকজন পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইটকে খবর দেয়। পৌর মেয়র সাধারণ লোকজনের সহযোগিতায় তাদের আটক করেন। পরে পুলিশ তাদের আটক করে রবিবার দুপুরে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পুলিশের কাছে তারা এসব তথ্য জানিয়েছেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আরও বলেন, দুই রোহিঙ্গার দেওয়া তথ্য আমরা যাচাই-বাছাই করছি। শরণার্থী শিবিরের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে কথা হয়েছে। তাদের কথার সত্যাতা মিললে ক্যাম্পে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। দুই রোহিঙ্গা এখন থানা হেফাজতে আছে।

সিবি/এডিবি/