ন্যাভিগেশন মেনু

পাত্র চাই বিজ্ঞাপনে প্রতারণার শিকার ১০০ যুবক


দেশের অধিকাংশ যুবকের স্বপ্ন থাকে বিদেশে গিয়ে সোনার হরিণ ধরার। অর্থাৎ বিদেশে জব মানেই কাড়ি কাড়ি টাকা আয়। আর বাকী জীবন সুখীভাবে কাটানা। আর এ সুযোগ নিয়েছে এক প্রতারক যুবতী।

ওই যুবতী বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে বিয়ে করে কানাডায় স্থায়ীকরণ বা ব্যবসার দায়িত্ব অপর্ণের সুবর্ণ সুযোগের অফার দিয়ে ১০০ জনকে ঠকিয়েছে। এ নিয়ে ১০ বছর ধরে প্রতারণা করে আসছে সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌস।

এভাবেই প্রতারণার মাধ্যম ৩০ কোটিরও বেশি টাকা হাতিয়ে অনেককে সর্বস্বান্ত করেছে এই প্রতারক। তার দ্বিতীয় স্বামী এনামুল হাসানকে সঙ্গে নিয়ে ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে কয়েকজন পাত্রের কাছ থেকে একদিনেই ৪০ লাখের বেশি টাকা তুলে নেয় সাদিয়া। তবে কেউ জানতো না কারো তথ্য। শতাধিক পাত্র তার শিকার হয়েছে। আর ভুক্তভোগীদের প্রতারণার অর্থের হিসাব ডায়েরিতে টুকে রাখত সাদিয়া।

পুলিশের রিমান্ডে থাকা সিআইডির জিজ্ঞাসাবাদে সাদিয়া প্রতারণার নানা কলাকৌশল জানিয়েছে। তবে প্রতারক চক্রের মূল হোতা সাদিয়ার স্বামীসহ আরো চার সদস্য এখনও পলাতক।

এস এস