ন্যাভিগেশন মেনু

পানি-গ্যাস বন্ধের অভিযোগ এনেছে জাবির ২ হলের শিক্ষার্থীরা


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এএফএম কামালউদ্দিন ও মাওলানা ভাসানী হলে পানি এবং গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার এমন অভিযোগ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই দুই হলের শিক্ষার্থীরা। তবে প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলছেন, এ ধরনের কোনো কিছু হয়নি। হলে গ্যাস এবং পানি সরবরাহ অব্যাহত থাকবে।

জাবির আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আন্দোলনের মুখে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা আমরা মানি না। আমরা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে উপাযার্চের অপসারণের  দাবিতে আন্দোলন চালিয়ে যাব। উপাযার্চের অপসারণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। এমনকি হলেও আমরা অবস্থান করব।

এ বিষয়ে অধ্যাপক বশির আহমেদ বলেন, বুধবার  দুপুর পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর ভেতরে শিক্ষার্থীরা হল না ছাড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে পুলিশ দিয়ে হল খালি করতে পারে। সেক্ষেত্রে ছাত্রলীগ, আন্দোলনকারীসহ সব আবাসিক ছাত্রদের হল থেকে বের করে দেওয়া হবে।

সিবি/ওআ

আজকের বাংলাদেশপোস্টের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংবাদ পেতে এখানে ক্লিক করুন