ন্যাভিগেশন মেনু

পাপিয়া দম্পতির বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ


নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া ও তার স্বামী ম‌ফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী‌র বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে আরও পাঁচজন সাক্ষ্য দিয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে তারা সাক্ষ্য দেন।

এদিন সাক্ষ্য দেন পুলিশ সদস্য এসআই সুমন মিয়া, সিপাহী আলেয়া খাতুন ও ফারুক হোসেন, দীপ্ত দাস ও জীবন চন্দ্র। এ নিয়ে মামলায় রাষ্টপক্ষে ১২ সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিন ধার্য করেন। 

বাদীর সাক্ষীর আগে এদিন মামলার জব্দ তালিকার সাক্ষী র‌্যাবের উপ-পরিদ্শক সাইফুল আলমকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী।

গত ২৯ জুন পাপিয়া দম্পতির বিরুদ্ধে এই মামলায় সিএমএস আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা র‌্যাবের উপ-পরিদর্শক আরিফুজ্জামান। এরপর মামলাটি বদলি হয়ে মহানগর দায়রা জজ আদালতে আসে।

গত ২৪ আগস্ট একই আদালত এই মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য ৩১ আগস্ট দিন ধার্য করা হয়। সেই থেকে বুধবার তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ হলো।

গত দুদিন এ মামলার বাদী র‌্যাবের ডিএডি শফিকুল ইসলাম ও জব্দ তালিকার সাক্ষী র‌্যাবের উপ-পরিদর্শক সাইফুল আলম সাক্ষ্য দিয়েছিলেন।

গত ২২ ফেব্রুয়ারি র‌্যাব-২ এর একটি দল বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নয়াদিল্লিতে যাওয়ার সময় বহির্গমন গেট থেকে পাপিয়া দম্পতি ও তাদের দুই সঙ্গীকে গ্রেপ্তার করে।

সিবি/এডিবি