ন্যাভিগেশন মেনু

পাবজি লাইট বন্ধ হচ্ছে ২৯ এপ্রিল থেকে


আগামী ২৯ এপ্রিল থেকে বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় অনলাইন গেম পাবজি লাইট ভার্সনটিও। এ বিষয়ে পাবজির অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'কোভিড-১৯ মহামারির এই কঠিন সময়ে আমরা অগণিত পাবজি লাইটপ্রেমীদের কাছ থেকে যে আবেগ ও সমর্থন পেয়েছি, তারজন্য কৃতজ্ঞ। তবে অনেক বিবেচনার পর এটি বন্ধ করে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে এবং আমাদের সফর শেষ হওয়ার সময় চলে এসেছে। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি পাবজি লাইটের সেবা এপ্রিলের ২৯ তারিখ শেষ হয়ে যাবে।'

আয়ের দিক থেকে ২০২০ সালের সমীক্ষায় বিশ্বে এক নম্বরে থেকেছে পাবজি। পরিসংখ্যান অনুযায়ি শুধু ২০২০ সালেই প্রায় ২.৬ বিলিয়ন রেভিনিউ অর্জন করেছে পাবজি।

এমন দুর্ধর্ষ ফিচার, যুদ্ধের পটভূমি পাবজির আগে গেম জগতে প্রত্যক্ষ করেননি কেউই। আর তাইতো সারাবিশ্বে মুহূর্তে জনপ্রিয় হয়ে পড়ে পাবজি। যদিও খবরের শিরোনামে শুধুমাত্র পাবজির প্রতি নেশার জন্য বহুজনের প্রাণ হারানোর খবরও উঠে এসেছে বারবার।

যেমন ২০২০ সালে ভারতের অন্ধপ্রদেশে পাবজির নেশায় বুঁদ হয়ে দিনের পর দিন খাবার না খেয়ে মারা যায় বছর ১৬ এর এক নাবালক। পাবজি খেলতে খেলতেই ভারতেরপুণেতে ব্রেন স্ট্রোকে মারা যান ২৫ বছরের এক যুবক। পাবজিতে জিততে না পেরে পশ্চিমবঙ্গে অবসাদে মারা যায় এক ছাত্র।

সিবি/এডিবি/