ন্যাভিগেশন মেনু

পাবজি-সহ ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করলো ভারত


আবারও চিনা অ্যাপ নিষিদ্ধ করলো ভারত। এবার পাবজি-সহ মোট ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করলো ভারত সরকার।

দেশটির তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ‘দেশের সাবভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা ও রাষ্ট্রের সুরক্ষার কথা বিবেচনা করে ১১৮ মোবাইল অ্যাপকে ভারতে নিষিদ্ধ করা হচ্ছে।’

এর আগেও টিকটক সহ শতাধিক অ্যাপস নিষিদ্ধ করেছিল কেন্দ্র৷ এবার আরও ১১৮ টি অ্যাপস নিষিদ্ধ করা হল৷ মূলত সাধারণ ব্যবহারকারীদের তথ্য চুরির অভিযোগ তুলে এই নিষেধাজ্ঞা জারি করেছে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

এদিন যে ১১৮টি নিষিদ্ধ অ্যাপসের তালিকা নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে বিউটি ক্যামেরা প্লাস, আলিবাবা পেমেন্ট, পাবজি, বাইদু, লুডো ওয়ার্ল্ড, ইউচ্যাটকে প্রভৃতি জনপ্রিয় অ্যাপসও আছে।

ওআ/