ন্যাভিগেশন মেনু

পাবনায় অবৈধ অস্ত্রসহ ২ কিশোরগ্যাং সদস্য গ্রেপ্তার


পাবনায় বিশেষ অভিযানে চালিয়ে অবৈধ অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রবিবার (১৮ এপ্রিল)  সকালে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৭ এপ্রিল)  দিবাগত রাতে সদর উপজেলার দোপখোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো — দোপখোলা গ্রামের শাহজাহান আলীর ছেলে সাজীব আহম্মেদ (১৬) ও একই এলাকার রিকাত আলীর ছেলে আশিক আহম্মেদ (১৭)।

পুলিশ সুপার জানান, পাবনা জেলাকে কিশোরগাংয়ের অপতৎপরতা ও অবৈধ অস্ত্রমুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে সদর থানার দোপখোলা এলাকা থেকে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র দিয়ে লোকজনদের ভয়ভীতি দেখিয়ে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলো তারা। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এস এ / এডিবি/