ন্যাভিগেশন মেনু

পাবনায় বিট পুলিশিংয়ের ৫ কার্যালয় উদ্বোধন


পাবনায় পুলিশি সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে ৫টি কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা পুলিশের উদ্যোগে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে পাবনা পৌর এলাকার ছতিয়ানি বটতলায় ১৫টি ওয়ার্ডের সমন্বয়ে বিট পুলিশিং-এর পাঁচটি কার্যালয়ের উদ্বোধন করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, ‘অঞ্চল ভিত্তিক অপরাধ নিয়ন্ত্রনের জন্য পুরো জেলা পর্যায়ে বিট পুলিশিং কাজ করবে। স্থানীয় সকল ধরনের অপরাধ প্রাথমিক পর্যায়ে এই কার্যালয় থেকে আইনগত ভাবে সমাধান করার চেষ্টা করা হবে। সপ্তাহে একদিন জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা স্থানীয় অপরাধ বিষয়ে এখানে আলোচনা করবেন। যদি সেটি সমাধান না হয় তবেই বিষয়টি থানা পুলিশের কাছে যাবে। বাল্যবিবাহ, মাদক দমন, সন্ত্রাসী কার্যক্রমসহ সমাজের সকল ধরনের অপরাধ সহজে দ্রুত নির্মূলের জন্য বিট পুলিশিং বিশেষ ভুমিকা রাখবে।’

এ সময় অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন - পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান, পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ, পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা এবং জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি প্রমুখ।

এমআইআর/ এডিবি