ন্যাভিগেশন মেনু

পাবনায় ১ বছরেও চালু হয়নি সিটিস্ক্যান মেশিন


শুধুমাত্র বিদ্যুৎ সংযোগের অভাবে উদ্বোধনের এক বছর পরও চালু হয়নি ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের সিটিস্ক্যান মেশিন। ফলে অত্যাধুনিক মেশিনটি রোগীদের সেবায় কোনো কাজে আসছে না।

সরকারি হাসপাতালের মূল্যবান যন্ত্রটি অচল পড়ে থাকায় বাধ্য হয়ে উচ্চমুল্যে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে রোগীদের সিটিস্ক্যান করতে হচ্ছে।

গণপূর্ত বিভাগ আর বিদ্যুৎ বিভাগের উদাসীনতায় সিটিস্ক্যান মেশিনটি চালু করা যাচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সরেজমিনে হাসপাতালের সিটিস্ক্যান বিভাগ ঘুরে দেখা গেছে, রোগীরা সেবা না পেলেও সিটিস্ক্যান মেশিন সচল রাখার স্বার্থে প্রতিদিন ব্যাটারি চার্জ করে কিছু সময়ের জন্য মেশিনটি চালু করা হয়। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রগুলোও একইভাবে সচল রাখতে হচ্ছে।

এ ব্যাপারে পাবনা জেনারেল হাসপাতালের একটি সূত্র জানান, ‘প্রায় ২ কোটি টাকা দামের অত্যাধুনিক সিটিস্ক্যান মেশিনটি হাসপাতালে বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। তোশিবা-১৬০ মডেলের এই মেশিনটি চলতি বছরের জানুয়ারি মাসে উদ্বোধন করা হয়। হাসপাতালের নিচতলায় এক্সরে বিভাগের পাশের কক্ষে মেশিনটি স্থাপন করা হয়েছে। মেশিনটি পরিচালনার জন্য একজন টেকনিশিয়ানকেও পদায়ন করা হয়েছে। শুধুমাত্র বিদ্যুৎ সরবরাহ না থাকায় মেশিনটি পড়ে আছে।

এ বিষয়ে সিটিস্ক্যান মেশিন পরিচালনার কাজে নিয়োজিত টেকনিশিয়ান মো. শহিদুল ইসলাম জানান, ‘প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ না থাকায় মেশিনটি পড়ে আছে। হাসপাতালে বিদ্যুৎ সংযোগ আছে ২২০ ভোল্টের। কিন্তু সিটিস্ক্যান মেশিন চালানোর জন্য প্রয়োজন ৪৪০ ভোল্টের বিদ্যুৎ সংযোগ। হাইভোল্টেজ বিদ্যুৎ সংযোগ না থাকায়, হাইভোল্টেজ ব্যাটারি চার্জ করে প্রতিদিন মেশিনটি চালু করতে হয়।’

কেএস/এমআইআর/এডিবি