ন্যাভিগেশন মেনু

পাবনা-৪ আসনে উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে


পাবনা-৪ আসন উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে  ভোট গ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

গত ২ এপ্রিল জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ভূমিমন্ত্রী ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাংসদ শামসুর রহমান শরীফ মারা যান। এর পরপরই এ আসনটি শুন্য ঘোষনা করা হয়। শুন্য ঘোষণার তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নিয়ম থাকলেও করোনা পরিস্থিতির কারণে আরও তিনমাস সময় বাড়ানো হয়। নির্দিষ্ট সময় ৩০ জুনের পরিবর্তে আজ ২৬ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

এ আসনে পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস নৌকা প্রতীক, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ধানের শীষ ও জাতীয় পার্টির রেজাউল করিম খোকন লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা  করছেন। 

ঈশ্বরদী ও আটঘরিয়া নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানান যায়, ‘ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে পাবনা-৪ আসন। উপজেলা, পৌরসভা ও সাত ইউনিয়ন নিয়ে ঈশ্বরদী উপজেলা। উপজেলা ও পৌরসভা এবং পাঁচ ইউনিয়ন নিয়ে আটঘরিয়া উপজেলা। এ আসনে ঈশ্বরদী ও আটঘরিয়া মিলে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। এর মধ্যে ঈশ্বরদী উপজেলায় ২ লাখ ৫৪ হাজার ৯৭ জনের মধ্যে পুরুষ ১ লাখ ২৮ হাজার ১৭৬ ও মহিলা ভোটার রয়েছে ১ লাখ ২৫ হাজার ৯২১ জন। আটঘরিয়ায় মোট ভোটার ১ লাখ ২৭ হাজার ১৫ জন। এর মধ্যে পুরুষ ৬৩ হাজার ৫৩৬ এবং মহিলা ভোটার রয়েছে ৬৩ হাজার ৪৭৯ জন।’

উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, ‘র‍্যাব, অতিরিক্ত পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় শহরে টহল দিচ্ছে। আনসার, ভিডিপি ও পুলিশ বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন।’

জে এইচ/ ওয়াই এ/এডিবি