ন্যাভিগেশন মেনু

পালিয়ে বিয়ে করতে গিয়ে প্রেমিক যুগলসহ ৩ জনের মৃত্যু


টাঙ্গাইলের নাগরপুরে বাড়ি ছেড়ে পালিয়ে বিয়ে করতে যাওয়ার সময় ট্রাকচাপায় প্রেমিক যুগলসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টায় টাঙ্গাইল-আরিচা মহাসড়কের দাশতার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - দেলদুয়ার উপজেলার জালালিয়া গ্রামের আব্দুল বাকের ছেলে শুভ আক্তার সানী (২০), টাঙ্গাইল সদর উপজেলার কাগমারা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মমতা হিয়া সুর্বণা (১৮) ও করটিয়া বাইপাস এলাকার মোস্তফার ছেলে বাপ্পী (২২)।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত বাহারুল ইসলাম বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মোটরসাইকেলে নাগরপুরের ডুবুরিয়া গ্রামের নানাবাড়ি থেকে পালিয়ে দুই কিশোর-কিশোরী টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। এ সময় সহযোগিতা করতে তাদের এক বন্ধুও মোটরসাইকেলে ছিল। তারা যখন নাগরপুর উপজেলার মুচিপাড়া নামক স্থানে পৌঁছায় তখন রাতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।’

তিনি আরও জানান, ‘পরে মরদেহগুলো উদ্ধার করে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।’

পারিবারিক সূত্রে জানা যায়, ‘মমতা হিয়া সুর্বণা টাঙ্গাইল বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী। তার সাথে শুভ আক্তার সানীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন ভোররাতে মমতা হিয়া সুর্বণা তার নানার বাড়ি নাগরপুর থেকে সানীর সাথে বিয়ের উদ্দ্যেশ্য সানীর অপর বন্ধু বাপ্পীর মোটরসাইকেলে করে টাঙ্গাইলের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।’

ওয়াই এ/এডিবি