ন্যাভিগেশন মেনু

পি কে হালদারের জমি ও ফ্ল্যাট ক্রোক করার নির্দেশ


বিদেশে অর্থপাচারের মামলার আসামী পি কে হালদারের রাজধানীর ধানমন্ডির দুটি ফ্ল্যাট এবং রূপগঞ্জের প্রায় ছয় একর জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

বর্তমানে বিদেশে পালিয়ে রয়েছেন রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের ওরফে পি কে হালদার।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে পি কে হালদারের জমি ও ফ্ল্যাট ক্রোকের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুদকের আবেদনটি মঞ্জুর করেন।

ক্রোক করার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

ক্রোক করা ফ্ল্যাট দুটি হচ্ছে - রাজধানীর ধানমণ্ডির ৩৯নং সড়কের ১২নং ফ্ল্যাট এবং পুরাতন ৬নং সড়কের ১৭নং প্লটে নির্মিত ভবনের সপ্তম তলায় দু’হাজার ৬০৩ বর্গফুটের একটি ফ্ল্যাট।

উল্লেখ্য, গত বছর দুদক অবৈধ ক্যাসিনো মালিকদের সম্পদের তদন্ত শুরু করলে পি কে হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে আসে। চলতি বছর ৮ জানুয়ারি দুদক অজ্ঞাত সূত্র থেকে প্রায় ২৭৪ কোটি ৯১ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে।

ইন্টারন্যাশনাল লিজিং থেকেই এক হাজার ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পি কে হালদারের বিরুদ্ধে। এ ছাড়া সব মিলিয়ে প্রায় তিন হাজার ৫০০ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশিত হয়।

সিবি/এডিবি