ন্যাভিগেশন মেনু

পীরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের আসামী জেলহাজতে


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাচুরের আসামী নূর আলমকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) সকালে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠায়।

আসামী নূর আলম শহরের রঘুনাথপুর গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

শুক্রবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জেলার পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় রাস্তার পাশে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরাল ইট দিয়ে ভাংচুর করেন নুর আলম। ওই সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে নূর আলমকে আটক করে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, আটককৃত নূর আলম শুক্রবার বিকেলে শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ইট দিয়ে ম্যুরালের একটি অংশ ভেঙ্গে ফেলে। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। এঘটনায় ১৯৭২ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

এস এ/এডিবি

আরও পড়ুন: পীরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের সময় একজন আটক