NAVIGATION MENU

পীরগাছায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ৫৭০০ কৃষক


সম্প্রতি বন্যা এবং অবরিাম র্বষণে রংপুরের পীরগাছা উপজেলায় সরকারিভাবে ৫ হাজার ৭শ ১০ জন ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি পূনর্বাসন ও প্রণোদনা বীজ ও সার বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজলো কৃষি অফিস সূত্রে জানা গেছে, সম্প্রতি বয়ে যাওয়া বন্যা এবং অবিরাম বর্ষণের ফলে পীরগাছা উপজেলায় সম্প্রতি পানি বৃদ্ধি পাওয়ায় ১ হাজার ৪ শত ৬০ হেক্টর জমির রোপা আমন পানিতে নিমজ্জিত হয়ে পচে সম্পূর্ণ নষ্ট হয়েছে।

এছাড়াও ৭২ হেক্টর জমির সবজি ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়েছে। তাই তাদের ক্ষতি পুষিয়ে দিতেই কৃষকদের জন্য কৃষি পূনর্বাসন ও প্রণোদনা বীজ ও সার বিতরণ করবে সরকার।

উপজলো কৃষি র্কমর্কতা শামীমুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত আমন চাষীদের তালিকা প্রনয়ণ করে পাঠানোর পর প্রথম ধাপে পুনর্বাসন হিসেবে ৩ হাজার ৫শ জন কৃষককে আগাম জাতের শীতকালীন সবজি বীজ প্রদান করা হবে। এছাড়াও কৃষকরা যাতে তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারে সে জন্য দ্বিতীয় ধাপে ২ হাজার ২১০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হবে। তাদেরকে গম, সরিষা, র্সূযমূখী, চিনা বাদাম, মশুরডাল, খেসারি, টমেটো, মরিচসহ বিভিন্ন জাতের ফসলের বীজ এবং সার দেওয়া হবে।

এফআর/ ওয়াই এ/এডিবি