ন্যাভিগেশন মেনু

পুঁজিবাজার তালিকাভুক্ত পদ্মা অয়েলের নতুন চেয়ারম্যান জাফর উল্লা খান


নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৯ আগস্ট তিনি পদ্মা অয়েলে চেয়ারম্যান পদে যোগদান করেন। এর আগে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়। এর আগে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন আবদুস সোবহান।