ন্যাভিগেশন মেনু

পুরো সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা


মাঝবৈশাখে পূবালী ও পশ্চিমা লঘুচাপের সংমিশ্রণ থাকায় শনিবার দিনের যে কোনো সময় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে আগামী সপ্তাহজুড়ে বৃষ্টির শঙ্কার পাশাপাশি থাকছে কালবৈশাখী ও বজ্রঝড়ের সম্ভাবনা।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, বর্তমানে দেশের অধিকাংশ এলাকায় রয়েছে বৃষ্টির আভাস। সেই সাথে চলতি মাসের শেষ সপ্তাহের পুরো সময়টাই দিনের বিভিন্ন সময় ঝড়-বৃষ্টি থাকবে। ২৭-২৮ এপ্রিলের পর বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অফিস শনিবার সকাল ৯ টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্ভাবাসে জানিয়েছে, এসময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিজলী চমকানো এবং অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এমআইআর/ এডিবি