ন্যাভিগেশন মেনু

পূজামণ্ডপে ঢুকে আইনি জটিলতায় সৃজিত-মিথিলা


ভারতের পশ্চিমবঙ্গের দুর্গোৎসবে পূজামণ্ডপে ঢুকে যাওয়ায় আইনি জটিলতায়  পড়তে পারেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তার স্বামী পরিচালক সৃজিত মুখার্জি।

ভারতের পূজামণ্ডপে সর্বসাধারণের প্রবেশের ক্ষেত্রে ‘নো এন্ট্রি জোন’ নিয়ম চালু করেছে দেশটির আদালত। অর্থাৎ, ক্লাবের সদস্য বা এলাকার বাসিন্দা না হলে বাইরের যে কেউ চাইলেই স্থানীয় মণ্ডপে ঢুকতে পারবেন না।

শনিবার (২৪ অক্টোবর) মহাষ্টমীর দিন অঞ্জলি দিতে পূজামণ্ডপে হাজির হন এই নব- দম্পতি।

আদালত কর্তৃক নির্দেশিত  ‘নো এন্ট্রি জোন’-এ প্রবেশের দায়ে আদালত অবমাননার অভিযোগ উঠেছে দুই বাংলার আলোচিত দম্পতি সৃজিত মুখোপাধ্যায় ও রাফিয়াথ রশিদ মিথিলার বিরুদ্ধে। এতে আইনি জটিলতায় পড়তে পারেন তারা।

একই দায়ে অভিযুক্ত কলকাতার আরেক অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান ও তার স্বামী নিখিল জৈন।

এদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি, নুসরাত-সৃজিতরা অঞ্জলি দিয়েছেন হাইকোর্ট নির্ধারিত মণ্ডপের ‘নো এন্ট্রি জোনে’।

তবে সৃজিত ও নুসরাতের ঘনিষ্ঠজনদের দাবি, ওই ক্লাবটির সদস্য তারা। সদস্য হিসেবে ‘নো এন্ট্রি জোনে’ ঢুকতেই পারেন। তবে মিথিলা বা নিখিলের বিষয়টি খোলাসা করা হয়নি। সূত্র: জি নিউজ ও আনন্দবাজার পত্রিকা।

এস এ/ওআ