ন্যাভিগেশন মেনু

পূজোয় থাকছে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা


 বৃষ্টি যে পুজোয় চোখ রাঙাবে সেই পূর্বাভাস আগেই ছিল। পুজো ভেস্তে যাওয়ার আশঙ্কাও নতুন নয়।

মহাপঞ্চমীর সকালে যেন সেই আশঙ্কাই বাস্তব রূপ নিল। সকাল থেকেই মুখভার আকাশের। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজলো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল।

এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তমীতেও। নবমী এবং দশমীতে এ বৃষ্টির শঙ্কা আরো বাড়বে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসময় দেশের বিভিন্ন অঞ্চলে থাকছে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা।

আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজমান রয়েছে।

আবহাওয়ার এমন পূর্বাভাসে স্বাভাবিকভাবেই হতাশ উৎসব পাগল বাঙালি। বৃষ্টির কারণে পুজোর পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা যেন আরো জোরালো হচ্ছে। নতুন জামাকাপড় পরে পুজোর দিনগুলো মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করে কাটবে কি না, সেই আশঙ্কায় দিন কাটছে উৎসবমুখর বাঙালির।

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন

এমআইআর / এস এস