প্যারিস অলিম্পিকে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে বাছাইপর্বের গণ্ডি পেরুতে পারেননি বাংলাদেশের শ্যুটার রবিউল ইসলাম। মোট ৪৯ জন প্রতিযোগীর মধ্যে ৪৩তম হয়ে বিদায় নিয়েছেন তিনি।
সবাইকে হতাশ করে রবিউল স্কোর তুলেছেন ৬২৪.২। এই বিভাগের বাছাইপর্ব শেষে শীর্ষে আছেন চীনের লিহাও শেং, তার স্কোর ৬৩১.৭। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার মার্সেলো হুলিয়ান গুতিয়ারেজের স্কোরও সমান।
অলিম্পিকের এবারের আসরে বাংলাদেশ থেকে মাত্র পাঁচ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছেন। এর মধ্যে সবার আগে অভিযান শুরু করেছেন আর্চার সাগর ইসলাম। প্যারিস অলিম্পিক গেমস উদ্বোধনের আগের দিনই মাঠে নেমেছেন সাগর।