ন্যাভিগেশন মেনু

প্যারিস অলিম্পিক: সেরা টাইমিং করেও হিটেই বাদ বাংলাদেশের রাফি


প্যারিস অলিম্পিকে ছেলেদের ১০০ মিটার ফ্রি স্ট্রাইলের হিটে আজ পুলে নেমেছিলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। ক্যারিয়ার সেরা টাইমিং করেও  হিট থেকেই বাদ পড়লেন  রাফি। নিজের হিটে পঞ্চম হয়েছেন ১৯ বছর বয়সী এই সাঁতারু।

 

 ১০০ মিটার ফ্রি স্টাইলে প্রথম হিটে প্রথম হয়েছেন ৫৩.৮৫ টাইমিংয়ে। রাফির অংশ নেওয়া দ্বিতীয় হিটে অবশ্য যিনি প্রথম হয়েছেন তার টাইমিং ৫২.২২। ছয় নম্বর লেনে সাতরানো বাংলাদেশি রাফির ৫৩.১০ সেকেন্ড টাইমিংয়ে দ্বিতীয় হিটে আট জনের মধ্যে পঞ্চম হয়েছেন। এই ইভেন্টে ১০ হিটে ৭৯ জন সাঁতারু অংশ নেন। 


বাংলাদেশির রাফির এই ইভেন্টে অবস্থান ৬৯ তম।সময়ের হিসেবে সেমিফাইনালে উঠেছেন শীর্ষ ১৬ জন। ৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক অ্যালেক্সি। ১৬তম হয়ে সেমিফাইনালে ওঠা দক্ষিণ কোরিয়ার সুন–উ হোয়াং সময় নিয়েছেন ৪৮.৪১ সেকেন্ড। বাংলাদেশি সাঁতারু সেমিফাইনাল পর্যায়ে ৪.৬৯ সেকেন্ড পিছিয়ে।

 

নিজের সেরা টাইমিং করার প্রত্যয় নিয়ে প্যারিসে যান রাফি। সেই লক্ষ্যে তিনি সফলই বলা যায়। এর আগে ১০০ মিটার ফ্রিস্টাইলে তার সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড। অলিম্পিকে গিয়ে আজ ৫৩.১০ সেকেন্ডে রেস শেষ করেন তিনি।

 

 রাফি বলেন, ‘অলিম্পিক বিশ্বের সবচেয়ে বড় গেমস। এখানে অংশগ্রহণে অনেক কিছু শেখা যায়। এখানের অভিজ্ঞতা সাফ গেমস ও অন্য খেলায় কাজে আসবে। টাইমিংয়ে আরো উন্নতি করতে পারলে সাফ গেমসে পদক আসবে।’